বর্ণের উদ্যোগে শিশুদের মাঝে ঈদবস্ত্র প্রদান

দেওয়ারবাজারস্থ সানরাইজ কে. জি এন্ড হাই স্কুলে “বর্ণ” কর্তৃক আয়োজিত “ঈদ বস্ত্র প্রদান ও ইফতার মাহফিল” অনুষ্ঠানে গতকাল ১২ জুন ১৮ ইং ৩য় বারের মত ৫০ জন গরীব, দুস্থ ও এতিম বাচ্চাকে ঈদ বস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা তানভীর মোহাম্মদ হায়দার আরিফ(সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। “বর্ণ” -এর প্রতিটি সদস্যের যথাযথ তত্ত্বাবধান ও উপযুক্ত দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি ফুটিয়ে তোলা হয়। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “হাত হাত রেখে এগিয়ে চলার নাম বর্ণ”।

অনুষ্ঠানটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে “গ্রীন সোসাইটি বাংলাদেশ” ও আরও অনেক ব্যক্তি সংশ্লিষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। “বর্ণ” পরিবার বিশ্বাস করে এ ধরনের অনুষ্ঠানে আগামীতেও সকলের সহযোগীতা অব্যাহত থাকবে
অনুষ্ঠানের শুরুতে ছোট্ট বাচ্চাদের নিয়ে আয়োজন করা হয় হামদ্ নাত, গজল ও কেরাত প্রতিযোগীতা। যথাযথ উৎফুল্লের সাথে তারা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। তারপর তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরিশেষে শান্তিপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *