বাঁশখালীতে চলছে ‘চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন

বাঁশখালী টাইমস: বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আই’র ১৯তম জন্মদিন উপলক্ষ্যে বাঁশখালীতে চলছে বর্ণাঢ্য আয়োজন।
আজ সকাল ১১টা ৩০ মিনিটে মাস্টার নজির আহমদ কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, উদ্বোধক হিসেবে দৈনিক পূর্বদেশ সম্পাদক ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদকের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক শামীম আহমেদ।

সহস্রাধিক স্কুল-কলেজ-মাদরাসার উপস্থিতিতে এতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র চট্টগ্রামের ব্যুরো চীফ চৌধুরী ফরিদ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *