বাঁশখালীতে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

এইচএসসি পরিক্ষার্থী বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজের মুক্তি চেয়ে সাধারণ ছাত্রছাত্রী সহ উপজেলা, পৌরসভা ও সরকারী আলাওল কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা হয়।

blank

এতে বক্তব্য রাখে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হোছাইন মোহাম্মদ ও পোরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজ।

দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আতাউল্লাহ আল আজাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহেল, জিয়াউদ্দীন আরিফ, উপজেলা ছাত্রলীগ নেতা নুর হোসেন, মিল্টন, আলী, আনিচুর রহমান, সাকি, সাজ্জাদ, আব্দুর রহিম, শোয়েব, দেলোয়ার, করিম, সেলিম, আরফাত, লোকমান, শহিদ, মিছবাহ, এমদাদ, ওমর,
বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা মিনহাজ কে সাজানো মিথ্যা অস্ত্র মামলা থেকে যত দ্রুত সম্ভব জামিন দিয়ে তাকে সদ্য অনুষ্ঠিত হতে যাওয়া HSC পরিক্ষা দেওয়ার সুযোগ দিয়ে শিক্ষা খাতকে প্রসারিত করবেন এবং আগামীর উন্নত বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মদের তৈরী হওয়ার সুযোগ করে দিন। অন্যতায় ছাত্র জনতার অধিকার ও সকল যৌক্তিক আন্দোলনের সাথে বাঁশখালী উপজেলা, পৌরসভা, সরকারী আলাওল কলেজ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ একাত্মতা পোষন করে রাজপথে কঠিন থেকে আরো কঠিনতর আন্দোলন গড়ে তুলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *