বাঁশখালী টাইমস: আগামী সংসদ নির্বাচনে বাঁশখালীতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আলহাজ্ব আবদুল্লাহ কবির লিটন। সম্প্রতি পুকুরিয়ায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে এক ইফতার মাহফিলের বক্তব্যে এ ঘোষণা উঠে আসে। উল্লেখ্য, গতবার মনোনয়ন ঘোষণায় প্রথমবার আবদুল্লাহ কবির লিটনের নাম গণমাধ্যমে প্রচার হলেও পুনর্বিবেচনায় বর্তমান সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। এ বিষয়ে বাঁশখালী টাইমসের এ প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন- “মননোয়নের ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাকে পুঁজি করেই আমি এলাকা ও দলের জন্য কাজ করে যাচ্ছি।
নির্বাচিত হলে তাঁর পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন- আমি বাঁশখালীকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবো, ইনশা আল্লাহ”
আলহাজ্ব শাহাদাত রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান আক্তার হোছাইন, আওয়ামীলীগ নেতা গাজী জাহেদ, বাঁশখালী তাঁতী লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন সহ অন্যান্য নেতাকর্মীরা।
sure!
সম্ভাব্য। নেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত হবে। দেখা যাক। ততদিন অপেক্ষা করি।
20 doliyo theke ke hocche prarthi?
জাফরুল ইসলাম চৌধুরী
Kiser Jafor? Jahir kothai?
,,,,,,,,,,,f,,,,,,,,,,,,f,,,,,,,,,,,f
উনি মেম্বারে দাড়ালে পরাজিত হবে,,,,
We are waiting
jogg lider ki….m
liton vhaike ami banshkhalir shadaron nagorik heshabe ami liton vhaike mp heshabe dakte chai liton vhai awamiliger joggo parti