বাঁশখালীতে বই উৎসব, নতুন বই পেয়ে মাতোয়ারা শিক্ষার্থীরা

বছরে শুরুতেই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। আনন্দঘন পরিবেশে বই উৎসব উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে সারাদেশের ন্যায়
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ জানুয়ারী) ১৯ ইং উপজেলার ১৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬ টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে।

ওই দিন সকাল ১০টায় বাঁশখালী অার্দশ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ইউএনও মোমেনা আক্তার । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার কে,এম,মোসতাক আহমেদ,ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ সেলিম উদ্দীন বক্তব্য রাখেন,বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র দাশ,বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ,বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিবাবক বৃন্ধ উপস্থিত ছিলেন!

বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাবু শংকর প্রসাদ দাশ জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, আজ সারা দেশে সরকার প্রায় ৩৫ কোটি ২১ লাখ বই বিতরণ করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে।

blank

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *