বাঁশখালীতে যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: পটিয়া আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়ন বাঁশখালী শাখার কার্যকরী কমিটির ত্রি- বার্ষিকী নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারী) পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার পরশমনি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

এই বারের অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ৩৩ জন পদপ্রার্থী রয়েছে। তাদের মধ্যে সভাপতি পদে মোহাম্মাদ হোসেন আহমদ (চেয়ার), মোহাম্মদ বাদশা (হারিকেন),
মোঃজয়নাল আবেদীন(বাই সাইকেল) মোট ৩ জন।

সহ -সভাপতি পদে রয়েছে ২ জন সুশান্ত দেব কালু (প্রজাপতি),আহমদ কবির মোজাহের (হাতুড়ি)।

সাধারণ সম্পাদক পদে ২ জন তাদের মধ্যে (ছাতা) মার্কায় আলহাজ্ব মোঃ ছিদ্দীক আহমদ ও (বাস) মার্কা নিয়ে পুনরায় মোঃ ফরিদ আবারো সাধারন সম্পাদক পদে প্রতিদন্ডি করছেন।

সহ- সাধারন সম্পাদক পদে সর্বমোট ৫ জন তাদের মধ্যে মোঃবদিআলম(দোয়াতকলম),মোঃ জুলফিকার (গরুর গাড়ি),মোঃ ফিয়ারু( তলোয়ার),মোঃ কামাল(গোলাপ ফুল),
মোঃ মাহমুদুল ইসলাম (উড়োজাহাজ)।

কোষাধ্যক্ষ পদে রয়েছে ৩ জন এদের মধ্যে মোঃ বেলাল (তালা),মোঃওসমান (চাকা),আব্দুল খালেক (আনরস)।

সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন
মো: দিদারুল আলম (আম),মোঃ ছগির(হরিন),মোঃ হারুন (রিক্সা)।

দপ্তর সম্পাদক পদে ৩ জন
মোঃসাইফুউদ্দীন ( বাঘ),মোঃ মোরশেদুল আলম (দেওয়াল ঘড়ি),মোঃশফিকুর রহমান( মাছ)।

প্রচার সম্পাদক পদে ৪ জন তাদের মধ্যে রয়েছে মোঃজহিরুল ইসলাম ( টেলিভিশন),সুজিত দেব(মাইক),মোঃ কফিল(ঢোল),আলহাজ্ব রিজুয়ান (মই),
মোঃ পেজু ( টেলিফোন)।

সদস্য পদে রয়েছে ৭ জন তাদের মধ্যে মোঃ জসিম উদ্দীন (হাতি),শেখ ফরিদ উদ্দীন চৌধুরী (বৈদ্যুতিক পাকা),মোঃ জনু ( মোরগ),মোঃ শফি (তারা),মোঃ ফোরক(কলসি),মধু ( হাঁস),মোঃ গোফরান উদ্দীন( ফুটবল)।

এই নির্বাচনে কে জিতবে আর কে হারবে তা নিয়ে উপজেলা সদরসহ বাঁশখালীর বিভিন্ন জায়গায় চায়ের দোকানে খোশ গল্প ও সাধারণ বাস শ্রমিকদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *