বাঁশখালীতে যে প্রতীকে নির্বাচন করবেন প্রার্থীরা

বাঁশখালী টাইমস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ। আর এই প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করতে পারবেন।

blank

চট্টগ্রাম-১৬, বাঁশখালী আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকা প্রতীকে, জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে, মাহমুদুল ইসলাম চৌধুরী লাঙল প্রতীকে, ফরিদ আহমদ আনসারি হাতপাখা প্রতীকে, মহিউল আলম চেয়ার প্রতীকে ও মুনিরুল ইসলাম আশরাফি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তাদের দলের নিবন্ধন ও প্রতীক বহাল থাকায় কোনও পরিবর্তন আসছে না।

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহিরুল ইসলামই একমাত্র প্রতীক পাবেন নতুন করে। জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিলের কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার কাজ চালাতে পারবেন।

You May Also Like

One thought on “বাঁশখালীতে যে প্রতীকে নির্বাচন করবেন প্রার্থীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *