বাঁশখালী টাইমস: বাঁশখালী শিল্পকলা একাডেমির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সংবর্ধনা ও একাডেমি সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, বাঁশখালী শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য (সাহিত্য) কবি কমরুদ্দিন আহমদ, থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু শ্যামল দাশ, একাডেমির অধ্যক্ষ বাবু প্রণব সিকদার প্রমুখ।
গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুকুমার মল্লিক, শাপলা, পঞ্চানন, নওয়াব আলীসহ একাডেমির শিল্পীরা। সংবর্ধনার উত্তরে নবাগত ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন উপজেলা সদরে সংস্কৃতি চর্চার সুবিধার্থে একটি মুক্তমঞ্চ স্থাপন করা হবে।
শিল্পকলা একাডেমির উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।