পৌরসভা প্রতিনিধি : বাঁশখালীতে আগত প্রধান বিচারপতি এস কে সিনহাকে আইনজীবী সমিতি কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়। বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী যথীন্দ্রলাল সুশীল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম দক্ষিণ কে.এম. এমরান হোসাইন ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তরি, বাঁশখালী থানা অফিসার ইনসার্জ (ওসি) আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল পরিমাণ সদস্য।