বাঁশখালীতে সরকারি স্কুলে ব্যক্তি উদ্যোগে প্রথম বিশ্রামাগার উদ্বোধন

blank

বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক বিশ্রামাগার উদ্বোধন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এসএমসি সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হৃষিকেশ ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক একেএম মঈনউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নরেন মিত্র চৌধুরী, ফয়েজ আহমদ, মো. ইসমাইল, সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা কে.এম. ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম. সালাহ্উদ্দীন কামাল অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাঁশখালী উপজেলায় ১ম বারের মত ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এ বিশ্রামাগারে ১০০ জন অভিভাবক বিশ্রাম গ্রহন করতে পারবে।
ছমিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে চলমান বিভিন্ন শিক্ষা ও সমাজকল্যাণমমুলক অংশ হিসেবে এটি নির্মিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *