বাঁশখালীর ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ হলেন সুমিত্রসেন বড়ুয়া

blank

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা-২০২২ এর অধীনে বাঁশখালী উপজেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রসেন বড়ুয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনের নেতৃত্বে গঠিত উপজেলা কমিটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচনে ১৩টি ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এ সম্মাননা ঘোষণা করেন। ইতোপূর্বে তিনি ২০১৭ ও ২০১৯ খ্রিস্টাব্দেও দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এ কৃতিত্ব তিনি তার পিতা-মাতা ও শিক্ষকদের উৎসর্গ করেন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতিসহ সকল সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। উল্লেখ্য, ২০১৬ ও ২০১৮ খ্রিস্টাব্দে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছিল।
বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *