বাঁশখালীর ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুরু

বাঁশখালী টাইমস: বাঁশখালীর ২৬টি উচ্চ বিদ্যালয় এবং ২২টি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুরু হয়েছে। প্রথম দিনে পাঁচটি উচ্চ বিদ্যালয়ের ৬০জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন।

 

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ দেয়া হয়। দৈনিক পূর্বদেশ পাঠক ফোরামের অর্থায়নে এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

 

প্রথম দিনে অংশ নেয় ছনুয়া উচ্চ বিদ্যালয়, পুঁইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়, শেখেরখীল নাপোড়া উচ্চ বিদ্যালয়, চাম্বল উচ্চ বিদ্যালয় এবং গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়। পর্যায়ক্রমে বাকী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান এই কোর্সের প্রশিক্ষকরা।

মোট ছয়জন প্রশিক্ষক প্রথম দিনের প্রশিক্ষণে বাঁশখালীর পাঁচ উচ্চ বিদ্যালয়ের ৬০জন শিক্ষককে প্রশিক্ষণ দেন।

 

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা শিক্ষা কার্যালয়ের প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী আব্দুল আজিজ, চট্টগ্রাম জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা রকিবুল হাসান সহ মোট ছয়জন।

 

প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানান, শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থী–অভিভাবকদের কাজের জবাবদিহিতা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য।

 

সূত্র: voice2day

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *