বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হলেন ফরহাদুল ইসলাম

blank

বাঁশখালী টাইমস: জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলা শাখার সভাপতি পদে প্রার্থী হয়েছেন বৈলছড়ী ইউনিয়নের সন্তান ছাত্রদলের তুখোড় কর্মী হিসেবে সুপরিচিত ফরহাদুল ইসলাম।

তিনি স্কুল থাকাকালীন হতে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার তথ্য সংগ্রহ কার্যক্রম গত বুধবার ৮ জুলাই নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এ কার্যক্রম উদ্বোধন করেন।

আজ তৃতীয় দিনেও অসংখ্য নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে ভিড় করেন, এসময় উপস্থিত নেতারা বলেন- যারা এই চরম দুঃসময়ে ছাত্রদলের কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য শত নির্যাতন, মামলা হামলাকে উপেক্ষা করে, ছাত্রদলের পতাকা তলে এক হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ফরহাদুল ইসলাম বাঁশখালী টাইমসকে বলেন-‘ আগামীতে দেশের গণতন্ত্র, সুশাসন, প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। দলের দূঃসময়ে যারা আন্দোলন, সংগ্রামে রাজপথে ছিল হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তাদের মূল্যায়ন জোর দাবি জানাই। আমি কাঙ্ক্ষিত দায়িত্ব পেলে দল ও দেশের স্বার্থে লড়ে যাবো।’

এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল কাদের বাঁশখালী টাইমসকে বলেন- রাজনৈতিক কারণে জেল-জুলুমসহ নানাবিধ ত্যাগের মধ্য দিয়ে একজন পরীক্ষিত কর্মী হিসেবে ফরহাদুল ইসলাম নিজেকে প্রস্তুত করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *