বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা
মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান মোল্লার বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।মঙ্গলবার (৩ জুলাই) রাত ৯ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব যৌথভাবে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান শাফিয়া খাতুন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল আযাদ,উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া,কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে,এম মোস্তাক আহমেদ,মৎস কর্মকর্তা নাজিম উদ্দীন, উপজেলা খাদ্য সংরক্ষক সুদত্ত চাকমা,উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মনিরুজ্জান দেওয়ানজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা,কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ,ন,ম শাহাদত আলম,শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী,কাথরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী অনুষ্টানে বক্তারা বলেন,একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাই স্থানীয় উন্নয়ন ও অগ্রগতির সুশৃংখল পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখতে পারেন, সেদিক থেকে বিদায়ী ইউএনও মোঃ মাসুদুর রহমান মোল্লার ভূমিকাও প্রশংসনীয়।
প্রসঙ্গত, মোঃ মাসুদুর রহমান মোল্লা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে গত ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর যোগদান করেন। সম্প্রতি তিনি কক্সবাজার জেলার এডিসি হিসেবে পদন্নোতি পেয়ে বদলী হন।