বাঁশখালী উপজেলা শ্রী কৃষ্ণ ভক্তি সংঘের কমিটি গঠন

blank

শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশের বাঁশখালী উপজেলা শাখার কমিটি গঠনকল্পে এক সাধারণ সম্পাদক কোকদন্ডী জগদানন্দ ধামে গত শনিবার অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব রাখাল গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র গীতা পাঠ করেন শুভ রুদ্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি চন্দন দাশ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিলন চৌধুরী মাখন, সাধারণ সম্পাদক অঞ্জন দাশ, অর্থ সম্পাদক বাবুল দাশ, প্রচার সম্পাদক রাখাল দাশ, আন্তর্জাতিক বিষয় সম্পাদক অধ্যাপক শ্যামল রুদ্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি বাদল রুদ্র, সাতকানিয়া উপজেলার স্বপন দেব রায়, আনন্দ রুদ্র, বাঁশখালী উপজেলার বলরাম তালুকদার, মাস্টার জগদীশ চন্দ্র দাশ, মাখন লাল নাথ, বিকাশ ধর, দিলীপ শীল, প্রকাশ শীল পলাশ, মুকুল ধর, রুপন ধর, বলরাম চৈতন্য, নিখিল রুদ্র, উজ্জ্বল দাশ, গীতা দাশ, অমিয় বালা দেবী প্রমুখ। সভায় সকলের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে শ্রী কৃষ্ণ ভক্ত সংঘের বাঁশখালী উপজেলার কমিটি গঠন করা হয়। এতে শিক্ষাবিদ রমেন্দ্র রায় চৌধুরীকে সভাপতি, মৃদুল কান্তি দাশকে সাধারণ সম্পাদক, মৃত্যুঞ্জয় দেবকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এক কমিটি গঠন করা হয়। এ সময় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের মূল নীতি কৃষ্ণ ভক্তি, সংঘ শক্তি ও সমদর্শিতাকে অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শে ভাগবতীয় ভাবধারায় অনুপ্রাণিত হয়ে অন্ধ বিশ্বাস সংকীর্ণতা, বর্ণ বৈষম্যহীন ও আত্মমর্যাদা সম্পন্ন সনাতনী সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার উপর গুরুত্বারোপ করে থাকেন।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *