বাঁশখালী টাইমস: বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের ছোট ভাই ইউসুফের মালিকানাধীন বাঁশখালী ওয়ালটন শো-রুমে আজ দুপুর সাড়ে তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী ইউসুফ বাঁশখালী টাইমসকে বলেন- ‘দুপুরে সাড়ে তিনটার দিকে পৌরসভা বিএনপির কিছু দুর্বৃত্তের নেতৃত্বে একটি ডাকাত দল আমার শো-রুমে প্রবেশ করে। প্রবেশের পর তারা আমার কাছে টাকা চাইলে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করি। এরপর তারা আমাকে মারধর করে এবং ক্যাশে থাকা তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।’
যুবদল, ছাত্রদলের মিছিল: বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলের ছোট ভাই যুবদল নেতা ইউসুফের মালিকানাধীন বাঁশখালী ওয়ালটন শো-রুমে ডাকাতি এবং হামলার প্রতিবাদে সন্ধ্যা ৬ টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে পৌরসভা যুবদল ও ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন- উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরওয়ার আলম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন, পৌর যুবদলের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক আবু সালেহ মনি, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মুহাম্মদ ইউনুছ, আইন বিষয়ক সম্পাদক রফিক আহমদ, বৈলছড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শওকতুল ইসলাম, ছাত্রদল নেতা- কায়েস, বেলাল, ফরহাদ, নুরুন্নবী, তারেকসহ পৌরসভা যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য- উপজেলায় মিছিল শেষে তারা সন্ধ্যা সাতটায় বৈলছড়ীতেও বিক্ষোভ মিছিল করে।