বাঁশখালী ক্রিকেট একাডেমীর বড় জয়

মোঃ এরশাদ: আজ বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমী বনাম চিটাগাং এক্সক্লুসিভ ক্রিকেট একাডেমী এক প্রীতি ম্যাচে অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যাচে ১৮০ রানে জয়ী হয় বাঁশখালী ক্রিকেট একাডেমী। টসে জিতে প্রথমে ব্যাট করে বাঁশখালী ক্রিকেট একাডেমী। নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেন। দলের হয়ে, এস এম রাসেল ৮৫, তানজিত হোসেন ৩৪, ইপ্তি ১৭,সুমন ১৬, কিরন ৩০, তাহসিন ২৭, সোহেল ১১ রান করেন। এবং এক্সক্লুসিভ ক্রিকেট একাডেমীর হয়ে সাব্বির ও সুজন ৩ টি করে উইকেট লাভ করেন। জবাবে, এক্সক্লুসিভ ক্রিকেট একাডেমী ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে জয়ের ৯২ রান করতে সক্ষম হয়।

দলের হয়ে ইউসুফ ১৫, মুহিন ৩৫ রান করনে। এবং বাঁশখালী ক্রিকেট একাডেমীর সানি, এনাম, সায়েল, সুদিপ্ত, নান্টু ২ টি করে উইকেট লাভ করেন। উক্ত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমীর এস এম রাসেল। তার হাতে পুরস্কার তুলে দেন আজকের খেলার প্রধান অতিথি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিষয়ক সম্পাদক ফয়সল জামিল চৌধুরী(সাকি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গুনাগরী বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক ও বাঁশখালী পুস্তক ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর হোছাইন (সামিত) এবং বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোঃ এরশাদ এবং এক্সক্লুসিভ ক্রিকেট একাডেমীর পরিচালক ও কোচ মোঃ সাদ্দাম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *