বাঁশখালী দারুল কারীম মাদ্রাসায় আজ সোমবার বাদে মাগরিব মাদ্রাসার ছাত্র শিক্ষার্থীদের হিফজ শুরু উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাশঁখালী চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক সর্বজন শ্রদ্বেয় অালেমে দ্বীন পীর কামেল আল্লামা শাহ আবদুল জলিল সাহেব, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, দারুল করিম মাদ্রাসার পরিচালক ও দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, বাঁশখালীর খবর পত্রিকার সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণজেলার সভাপতি মাওলানা শফকত হোসাইন চাটগামী, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর এরিয়া ইনচার্জ মুহাম্মদ নুরুল আলম, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক সাঙ্গু পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, সমাজসেবক আবুল হোসাইন সিকদার আবু সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

