বাঁশখালী পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

blank

মু. মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। বুধবার (১জুলাই) সকালে ঢাকা ল্যাব এইড হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া যায়। বাঁশখালী পৌরসভার মেয়র অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার (২৬ জুন) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা ল্যাব এইড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ মনজুর আহমদ গালীব জানান, কয়েকদিন ধরে পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী জ্বর,সর্দি সহ নানান রোগ অনুভাব করছিলেন। গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, মেয়র বর্তমানে ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *