বাঁশখালী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

blank

বাঁশখালী প্রেস ক্লা‌বের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা ক্লা‌বের কার্যাল‌য়ে সোমবার ১২ আগস্ট বিকা‌লে ক্লা‌বের সা‌বেক সভাপ‌তি দৈনিক পূর্বকোণের বাঁশখালী প্রতিনিধি অনুপম কুম‌ার দে’র সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত হয়। এ‌তে ক্লা‌বের পূর্বের ক‌মি‌টি বিলুপ্ত ক‌রে নতুন কার্য‌নির্বাহী ক‌মি‌টি গঠন করা হয়। এ‌তে সভাপ‌তি প‌দে দৈনিক সংবাদের বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মুহিববুল্লাহ ছানুবী, সি‌নিয়র সহ-সভাপ‌তি প‌দে দৈনিক আজাদী প্রতিনিধি কল‌্যাণ বড়ুয়া, সহ-সভাপ‌তি গোলাম শরীফ টিটু, সাধারণ সম্পাদক প‌দে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শ‌ফি উল্লাহ, যুগ্ম সম্পাদক পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল ও সাংগঠ‌নিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তা‌হেরকে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন কোষাধ‌্যক্ষ দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শি‌ব্বির আহমদ রানা, সা‌হিত‌্য সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রাম প্রতিনিধি সাইফী আ‌নোয়ারুল আ‌জিম, প্রচার সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহীমুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ। এছাড়া কার্যনির্বাহী সদস‌্যরা হলেন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার দে, দৈনিক সূর্যোদয় প্রতিনিধি দিলীপ তালুকদার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ‌্যাপক মোহাম্মদ ই‌লিয়াছ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া ও দৈনিক গণকন্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী প্রমুখ।

কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজান বিন তাহের বলেন- সুদীর্ঘ কাল ধরে বাঁশখালী প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে গুটিকয়েক জনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা ও সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনরকম সুযোগ দেওয়া হয়নি। এর বিপরীতে দীর্ঘদিন ধরে বাঁশখালী উপজেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবীধারীদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি। আমরা চাটুকারদের প্রাচীর ভেঙ্গে নতুন কমিটির মাধ্যমে বাঁশখালীতে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে চাই। উপজেলার সকল গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে বাঁশখালীর সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *