বাঁশখালী ফাউন্ডেশন’র ২৮তম মেধাবৃত্তির পরীক্ষাগ্রহণ সম্পন্ন

(বাঁশখালী টাইমস): বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম (বাফাচ)’র ২৮তম মেধাবৃত্তি পরীক্ষা বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আজ। শত-শত পরীক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়।
প্রতিবারের মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বাঁশখালীর প্রায় সকল স্কুল, মাদরাসার চতুর্থ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসারসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। এসময় বাঁশখালী টাইমসের নিজস্ব প্রতিনিধিও হল পরিদর্শন করেন।

দুপুর ১২.৩০ টা থেকে দ্বিতীয় পর্বে ২৭তম মেধাবৃত্তির কৃতকার্যদের পুরস্কার বিতরণসহ সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি মেধাবৃত্তি প্রদান সহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *