বাঁশখালী বৌদ্ধ সমিতির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১২ টায় বাঁশখালীর শীলকূপ জ্ঞানোদয় বিহারে অনুষ্ঠিত হবে। এতে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাঁশখালী বৌদ্ধ সমিতির উপদেষ্টা ভদন্ত ধর্মপাল মহাস্থবির। সভাপতিত্ব করবেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাপান ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন রিসসো কোসাই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার রেভা. মিউসুকী আরিতুমি। বিশেষ অতিথি থাকবেন রিসসো কোসাই-কাই বাংলাদেশের সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া। অনুষ্ঠানে সদ্ধর্ম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত কর্মবীর দেবমিত্র মহাস্থবির, পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির, কাহারঘোনা মিনজিরীতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীজিৎ স্থবির, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপাল থের প্রমুখ। অনুষ্ঠানে বাঁশখালী বৌদ্ধ সমিতির আজীবন কার্যনির্বাহী ও সাধারণ সদস্যসহ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও অভিভাবকদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা অনুরোধসহ আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি ||