বাঁশখালী সমিতি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি করোনায় আক্রান্ত, দোয়া কামনা

blank

বাঁশখালী টাইমস প্রতিবেদক: বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ মে রাতে তাঁর শরীরে কভিড ১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বর্ষীয়ান রাজনীতিক আখতারুজ্জামান চৌধুরী বাবুর ভাগিনা। পেশাগত জীবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির ইভিপি ও জোনাল ইনচার্জ হিসেবে কর্মরত মোসলেহ উদ্দিন মনসুর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পরোপকারী, সদালাপী ও সজ্জন ব্যক্তি হিসেবে সর্বমহলে পরিচিত।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আইসোলেশনে আছেন এবং তাঁর শরীরের অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। এ প্রসঙ্গে বাঁশখালী টাইমসকে তিনি বলেন- ‘২১ রমজান থেকে আমার শরীরে জ্বর দেখা দেয়। নমুনা দেয়ার প্রায় একসপ্তাহ পর রেজাল্ট এলো। এখন মোটামুটি ভালো আছি। আমি সবার কাছে দোয়া চাই।’

তাঁর করোনামুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বাঁশখালীবাসীর কাছে দোয়া চেয়েছেন- বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *