বাংলাদেশ বেতার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল।
ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার ঢাকার ক, খ ও গ চ্যানেল এবং এফ.এম-এর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র নিয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কার্যক্রম পরিচালিত হয়।
এ সব কেন্দ্র গুলোতে অনেক জনপ্রিয় অনুষ্ঠান প্রচারিত হয়। তাই আমরা শ্রোতাদের জন্য বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের সাথে সহজে যোগাযোগ করতে পারে তার জন্য বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানের ইমেইল ঠিকানা:
বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র
ই-সমীপেষু ও সেতু– shrotaclub@gmail.com
বিহঙ্গ, উওরণ– uttaronbb@gmail.com
বাঁধন, মহানগর– mohanagarbb@gmail.com
ই-আলাপন, দর্পণ– ealapon@gmail.com
বিনিময়– binimoybetar@gmail.com
দেশ আমার মাটি আমার (কুইজ)- beter.krishi@gmail.com
জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল- betarphnc1207@gmail.com
আমি মীনা বলছি– amimeenabolchi@gmail.com
সংসার গল্প- sangsar26golpo@gmail.com
ঐতিহ্য ধ্বনি- oitijjhobbdhaka@gmail.com
বম্বে সুইটস্ ও অন্যান্য স্পনসর্ড অনুষ্ঠান– shrotabondhu@gmail.com
আনন্দ আনন্দ– anondoanondo2008@gmail.com
সিনেরং- cs.cinerong@gmail.com
বাণিজ্যিক কার্যক্রম (গানের ডালি, ঝংকার)-commercialservice1967@yahoo.com
নিবেদন- bbnibedon2018@outlook.com
বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্র
সুজেনষু– sujoneshubbr@gmail.com
স্পন্দন– spondonbbr@gmail.com
ত্রিুড়াঙ্গন- sportbbr@gmail.com
সবুজ বাংলা- agribbr@gmail.com
মন ময়ূরী– monmoyuri.bbr@gmail.com
সুরঞ্জনা– suronjona.bbr@gmail.com
রূপালী সুর- rupalisur.bbr@gmail.com
জীবন তথ্য– jibontottho@gmail.com
বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র
লিপিকা– lipikabbk@gmail.com
*First Update 05 October 2019 and Last Update 05 October 2019
দ্রষ্টব্য: কোনও তথ্য ভুল থাকলে এবং আরও তথ্য আপনার কাছে থাকলে আমাদের জানান। ই-মেইল: dxingworld.com@gmail.com
*কৃতজ্ঞতা স্বীকারঃ ইন্টারন্যাশনাল রেডিও ফ্রেন্ডস ক্লাব এ্যান্ড লাইব্রেরী, নাভারন রেল বাজার যাদবপুর যশোর।