বাণীগ্রামে অলিম্পিক ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

blank বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে বৈলগাঁও-বাণীগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাল সম্পন্ন হয়েছে।

blank

ঐতিহ্যবাহী সূর্য মন্দির মাঠে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট বৈলগাঁও বিএনএফ এবং কালীপুর ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। বৈলগাঁও বিএনএফের আহসান এবং কালীপুর ইউনিয়ন একাদশের পিয়ালের জোড়া গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার জুজুতে বৈলগাঁও বিএনএফ কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালীপুর ইউনিয়ন একাদশ। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন কৃতি ফুটবলার এম দিলদার এইচ রানা। বাঁশখালী অনুপ্রেরণা ক্লাবের সুযোগ্য সভাপতি ছাত্রনেতা এম দিলদার এইচ রানার সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড হতে বারবার নির্বাচিত ইউপি সদস্য, ১২নং পূর্ব বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব এম ফেরদাউস উল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব আবু রাশেদ মুনীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজে ছাত্রলীগের সংগঠক, ঐতিহ্যবাহী সংগঠন বাঁশখালী স্বাধীনতা ক্লাবের সভাপতি ছাত্রনেতা এম শাহজাহান উল হক, পটিয়া আশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব রাশেদুল ইসলাম। বক্তারা এসময় ক্রীড়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের জন্য শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরো বেশি খেলাধুলার প্রসারে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *