সাধনপুর স্কুলের হীরকজয়ন্তীর রোড শো শুক্রবার

রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত রাজনৈতিক পথিকৃৎ, বিপ্লবী কথাসাহিত্যিক, ভাষাসৈনিক, সাবেক সাংসদ, বরেণ্য শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়’ এর ৭৫ তম প্রতিষ্ঠবার্ষিকী (হীরক জয়ন্তী) উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সম্মিলন ২০১৮ আয়োজন উপলক্ষে রোড শো আগামীকাল ২৬ অক্টোবর।
শুক্রবার সকাল ৮ টায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে ২নং সাধনপুর ইউনিয়নব্যাপি এক বর্ণাঢ্য রোড-শো’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হবে।

এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, অভিভাবক ও সর্বসাধারণের অংশগ্রহণসহ সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হীরক জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সম্মিলনের প্রধান উদ্যোক্তা চৌধুরী জসীমুল হক। এই দিকে অনুষ্ঠিতব্য মিলনমেলায় র‌্যালি, সাংস্কৃতিক কর্মকান্ড, ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণ, প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইত্যাদিতে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া বর্তমান অধ্যায়নরত ছাত্র-ছাত্রীর উন্মুক্ত রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, চিত্রাংকন, যেমন খুশি তেমন সাঁজ, উপস্থিত কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ কবিতা আবৃত্তি, গণসংগীত, লোকসংগীত, আঞ্চলিক গান, মাইজভান্ডারী সংগীত, কবিগান, দেশের গান, লোকনৃত্য, হিফ্হফ্ ডান্স, নাটক, মূকাভিনয়, যাদু প্রদর্শন ও ব্যান্ড সংগীত আয়োজন থাকবে।

তাছাড়া অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের ওপর তথ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণমূলক প্রবন্ধ-নিবন্ধ ও গবেষণাধর্মী লেখা নিয়ে তথ্যবহুল স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রত্যেকেরই নাম নিবন্ধনসহ আগ্রহী লেখকদের নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *