অরণ্য অধিকারী: বিতর্ক প্রতিযোগিতায় কলেজ চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালীর মেয়ে জান্নাতুন নুর।
গত ৩০ অক্টোবর চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ বিতর্ক ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় জান্নাতুন নুরের দল।
ফাইনালে “সংসদে সংরক্ষিত আসন ব্যবস্থা নারী ক্ষমতায়নের অন্তরায়’ এ বিষয়টির বিপক্ষের হয়ে লড়ে কলেজ চ্যাম্পিয়ন হওয়া জান্নাতুন নুর চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
ছোটবেলা থেকেই মেধাবী এই ছাত্রী একাডামিক সাফল্যের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও রেখে যাচ্ছে অসামান্য মেধার স্বাক্ষর।
বিভিন্ন সময় আয়োজিত ক্রীড়া, সাহিত্য ও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানসহ অনেক স্বীকৃতি সনদ ও ক্রেস্ট যোগ হয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।
বাছাইপর্ব থেকে শুরু করে ১৬টি দলকে হারিয়ে পর্যায়ক্রমে ফাইনালে উঠার সুযোগ পায় তার দল।
বিতর্ক ক্লাবের সভাপতি সালমা রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন অত্র কলজের উপাধ্যক্ষ প্রফেসর তহমিনা আক্তার নুর।
ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো’র যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীসহ কলেজের শিক্ষকগণ। সভাপতির দায়িত্বে ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মঈন উদ্দীন।
জান্নাতুন নুর বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার নুর আহমদের কনিষ্ঠ কন্যা। বাড়ি বৈলছড়ী হলেও নানার বাড়ি পুকুরিয়াতেই তার বেড়ে উঠা।
সে সবার কাছে দোয়া চেয়েছেন।