বিনামূল্যে ৬০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করল একুশে ফাউন্ডেশন

blank

স্বেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশনের উদ্যোগে সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নের উত্তর বামনডাঙ্গা সরকারি জুনিয়র হাই স্কুলে ৬০০জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং রক্তদানে সচেতনতার বৃদ্ধি লক্ষ্য ক্যাম্পেইন শুক্রবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক শহিদুল্লাহ, ফরহাদ হোসেন, অভিভাবক প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য মেডিক্যাল সাপোর্ট টিম হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস ইউনুস সিদ্দিকী, স্বেচ্ছাসেবী সংগঠনের মোরশেদুর রহমান, জিএন কবির চৌধুরী, আমজাদ হোসেন, হিমাদ্রি হোসাইন আবির, জান্নাতুল মাওয়া পিংকি তালুকদার, রাফি, উজ্জ্বল বড়ুয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একুশে ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক মানবিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আলোকিত সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। করোনায় ত্রাণ বিতরণ, মুমূর্ষদের রক্তদান, এতিম খানায় খাবার বিতরণ প্রজেক্ট, বৃক্ষ রোপণ কর্মসূচি সহ গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *