শরতের বাড়ি
গাছে পাকা তাল, বুঝি এলো ফিরে ভাদ্র
শিশিরের হিম ছুঁয়ে ভোর তাই আর্দ্র
দেউড়ির কোণ ঘেষে শিউলির ঝোপটায়
এই বুঝি মিঠে রোদ হানা দিলো খোপটায়
রূপকথা চুপকথা নিয়ে মেঘ-খামতো
এলোমেলো ছুটে তাই, বলি ডেকে “থাম তো-
আমাদের ও কিছু কথা নিয়ে যারে ছন্দে
গাঁথা আছে কাঁদাপানি সবুজের গন্ধে”।
আছে হাসি পাশাপাশি শুভ্রতা কাশেদের
দুধ শাদা বক সাথে উড়ে চলে পাশে এর।
মাঠ জুড়ে পাতা ঠিক সবুজাভ শাড়িটা
খুঁজে পেলো নীলাকাশ শরতের বাড়িটা।