বাঁশখালী পৌরসভার প্রাচীন ভূবন মঙ্গল সার্বজনীন মহোৎসব উপলক্ষে পরিচালনা কমিটির কাছে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষে চাল হস্তান্তর করা হয়েছে।
গতকাল বিকালে দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির পাঠানো চাল মহোৎসব কমিটির কাছে হস্তান্তর করেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সাংবাদিক রাহুল দাশ নয়ন।
এসময় উপস্থিত ছিলেন মহোৎসব উদযাপন কমিটির সভাপতি শিক্ষক অশোক দাশ, সাধারন সম্পাদক উজ্জ্বল দাশ, সমাজসেবক স্বদেশ দাশ, কনক দাশ, শংকর দাশ, সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, যুবনেতা ঋষিকেশ দাশ, সাংবাদিক হিমেল বড়ুয়া বাপ্পা প্রমুখ।
উল্লেখ্য, মুজিবুর রহমান সিআইপি আগেও বিভিন্ন উৎসব-উপলক্ষে নানা অনুদান দিয়েছেন।