মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে ২০২৩ সালের স্নাতক(সম্মান) ৪র্থ বর্ষ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় ও দোয়া মাহফিল আজ সোমবার ২৩ জুন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুফিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মোরশেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, কালীপুর এজহারুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন বনশ্রী সেন গুপ্তা সহকারি অধ্যাপক(বাংলা), তুষার কান্তি ভারতী প্রভাষক(জীববিজ্ঞান), মোঃ শাহেদুল ইসলাম প্রভাষক(ইংরেজি), উম্মে হাবিবা প্রভাষক(অর্থনীতি) প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা মোঃ নুরুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি