মেসির বিশ্বকাপ বিলাপ || জামশেদুল আলম চৌধুরী

মেসির বিশ্বকাপ বিলাপ
জামশেদুুুল আলম চৌধুরী

শুনেন মন দিয়া যাই বলিয়া শুনেন গুণী জন,
বিশ্বকাপে এবার আমার ভয়ের কারণ।

আমার মনে রবে বাছাইপর্বে আপনাদেরই দোয়া,
ভাগ্য গুণে যায়নি ভাইরে বিশ্বকাপটা খোয়া।

হায়রে কোন রূপে সমান গ্রুপে চার নম্বরে উঠি,
ব্রাজিল ছিল এক নম্বরে, নাইরে তাদের ত্রুটি।

ওরা পাঁচ দফাতে ট্রফি জিতে বিশ্বতে নাই জুড়ি,
আমরা দু’বার জিতি, একবার ম্যারাডোনার চুরি।

আরও দুঃখের কথা ঘুরায় মাথা রোমেরাও নাই,
গোল রক্ষকটা গোল্লায় গেল পায়ে জখম খাই।

ভাইরে শনির দশা, গরাদশা লাগছে আমার সাথে,
সারাটা দিন টেনশন করি ঘুম আসে না রাতে।

বলি ভক্তজনে আমার সনে করে যান বিলাপ,
আশা নাইরে ভরসা নাইরে জিতার বিশ্বকাপ।

ভাইদের পায়ে পড়ি গড়াগড়ি করি মনে লয়,
সবাই করেন ব্রাজিল সাপোর্ট, আর্জেন্টিনা নয়।

আমার বাঙালী ভাই, এবার সবাই ব্রাজিল মুখে কন,
আপনারা তো চতুর জাতি, বধির কালা নন।

হায়রে শরমের কথা, মনে ব্যথা, বলি খোলাখুলি,
এইবার আমার স্বপ্ন হল সেকেন্ড রাউন্ডে খেলি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *