যুবলীগ নেতা মকছুদ মাসুদের পিতা জামাল আহমদের জানাজা সম্পন্ন

blank

বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মকছুদ মাসুদের শ্রদ্ধেয় পিতা আলহাজ জামাল আহমদের জানাজার নামাজ আজ বিকেল ৩টার সময় চেচুরিয়া এম.আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে মুসল্লি জনতার ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লির আগমন হয়।

জানাজায় বাঁশখালীসহ পার্শ্ববর্তী অনেক এলাকা থেকে বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হন।

বাঁশখালীর সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ শোক ও সমবেদনা জানান। বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাঁশখালী টাইমস পরিবার, বাঁশখালী সমিতি চট্টগ্রাম, নক্ষত্র চট্টগ্রাম, নাগরিক নিউজ পরিবার মরহুম জামাল আহমদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানাজা শেষে বৃষ্টির জন্য একটু বিলম্ব হলেও পরবর্তীতে স্থানীয় জামে মসজিদের কবরস্থানে মরহুমকে কবরস্থ করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *