যৌথবাহিনীর অভিযানে ফাঁকা বাঁশখালীর প্রধান সড়ক

blank
টহলরত যৌথবাহিনী

মু.মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: দেশে করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী র্কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও থানা অফিসার ইনর্চাজ (ওসি) মু. রেজাউল করিমের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। উপজেলার পুকুরিয়া, বানীগ্রাম, সাধনপুর, গুনাগরি, রামদাশ মুন্সির হাট, বৈলছড়ি কেবি বাজার, চেচুরিয়া হাবিবের দোকান, জলদী মিয়ার বাজার, হারুন বাজার, সরল বাজার, বাহারছড়া বশিরুল্লাহ মিয়াজীর বাজার, মোশারফ আলীর বাজার, কাথরিয়া বাজার, চুনতি বাজার, মিনজিরতলা, জালিয়াখালী বাজার, শীলকূপ টাইম বাজার, চাম্বল বাজার, বাংলা বাজার, গন্ডামারা বাজার, সকাল বাজার, বেয়ান বাজার, সরকার হাট , ছনুয়া মনুমিয়াজীর বাজার, নাপোড়া বাজার, পুঁইছুড়ি প্রেম বাজারসহ বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে ও গ্রামে গঞ্জে জনসমাগম দূর করতে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ জনগনকে সচেতনতামূলক লিফলেট বিতরণ, খেলার মাঠে জনসচেতনতামূলক বক্তব্য, ওয়াজ মাহফিল, তিন জনের অধিক লোকজন দেখলে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাঁশখালীর টাইম বাজার , চাম্বল বাজার , নাপোড়া বাজারের বিভিন্ন দোকানকে সতর্কতা জারি করেন। যৌথ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও থানা অফিসার ইনর্চাজ ওসি মু. রেজাউল করিমের নেতৃত্বে বাংলদেশ সেনাবাহিনীসহ থানা পুলিশের ফোর্স নিয়ে এ অভিযান পরিচালিত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *