শহিদুল ইসলামের মৃত্যুতে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের শোকবার্তা

শহিদুল ইসলামের মৃত্যুতে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের শোকবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন বাঁশখালী পৌরসভা ছাত্রদল।
পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হাসান হোসাইনী ও সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদ যৌথ বিবৃতিতে বলেন, শহিদ ভাইয়ের আকস্মিক মৃত্যু ছাত্রদলের জন্য অপূরনীয় ক্ষতি, দলের দুঃসময়ে ওনার মত দক্ষ সংগঠকের বড়ই প্রয়োজন ছিল। শহিদ ভাই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে, যে কোনো ডাকে খুব দ্রুত সাড়া দিত। সবসময় তাকে আমরা মিছিলের সামনের সারিতে দেখতাম। কোনো ভয়, আশঙ্কা তাকে দমিয়ে রাখত পারত না। তিনি দলকে এতই ভালোবাসতেন।

বাঁশখালী পৌরসভা ছাত্রদল শহিদ ভাইয়ের ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং শোককে শক্তিতে রূপান্তর করে ছাত্রসমাজকে এগিয়ে যাওয়ার অনুরোধ জানাই। নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন :

বাঁশখালীর ছাত্রদলনেতা শহীদের মৃত্যুতে কেন্দ্রীয় সংসদের শোক

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *