শীতের ছড়া
মুহাম্মদ শহীদুল ইসলাম
শীত এলো শীত এলো
গাঁও গ্রাম ও শহরে,
শীত এলো শীত এলো,
বিল ঝিল ও নহরে।
শীত আসে সাথে নিয়ে
সোয়েটার কম্বল,
সেই লোক শীতে ঢাকে,
যার আছে সম্বল।
যার নাই এতটুকু
শীত ঢাকা সম্বল,
এই শীতে দিন তাকে,
একখানি কম্বল।
Latest News Of Banshkhali