শেখ হাসিনার সরকার, শিক্ষাবান্ধব সরকার: এমপি মোস্তাফিজ

মুহাম্মদ মিজান বিন তাহের:

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে গতকাল সোমবার (১ জানুয়ারী) বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মোল্লা।

সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্হিত ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, বাঁশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ, থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু শ্যামল কান্তি দাশ, বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এছাড়া সরকার শিক্ষা খাতকে গুরুত্বসহকারে নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রথমে বাঁশখালী বালিকা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শেষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *