সরকারী বিজ্ঞপ্তি: খানা শুমারিতে অংশ নেয়ার আহবান

খানা তথ্যভান্ডার শুমারি
=================
তথ্য সংগ্রহ:
১৪ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি ২০১৮

প্রয়োজনীয় কাগজপত্র :
জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ

এলাকাবাসীর দায়িত্ব:
★তথ্য-সংগ্রহকারী যে সকল তথ্য জানতে চাইবেন সেগুলোর সঠিক ও নির্ভুল তথ্য দেয়া
★সম্পূর্ণ নিশ্চিত হয়ে এবং তথ্য গোপন না করে সকল তথ্য প্রদান করা
★জনগণের কল্যাণে নিবেদিত সরকারের এ উদ্যোগকে সহযোগিতা করা
★নির্ধারিত সময়ের মধ্যে নিজ তথ্য দেয়ার পাশাপাশি অন্যকেও তথ্য দেয়ার জন্য উদ্ধুদ্ধ ও উৎসাহিত করা

শুমারির লক্ষ্য ও উদ্দেশ্য:
★এ তথ্যভাণ্ডার দেশের থানাভিত্তিক আর্থ-সামাজিক চিত্র ও উন্নয়ন অগ্রগতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে সহায়তা করবে।
★বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সহায়ক হিসেবে এ তথ্যভাণ্ডার ব্যবহৃত হবে।
★সরকারের অন্যান্য সেবাসমূহ দ্রুত জনগণের দোর-গোড়ায়,পৌঁছে দেবার ক্ষেত্রে এ তথ্যভান্ডার নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে।
________________________________
ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
পরিকল্পনা মন্ত্রণালয়

অনুলিখন: মঈনুল আজিম সোহেল

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *