মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী: বহুল আলোচিত বাঁশখালী-আনোয়ারা সীমান্তের মাঝখানে শংখ নদীর উপর অবস্থিত “তৈলারদ্বীপ সেতুতে” যানবাহন থেকে টোল আদায় করতে আরো ১মাস সময় পেলো সড়ক ও জনপদ বিভাগ। আজ ওই সংক্রান্তে একটি রিট শুনানীর দিন ধার্য থাকলেও সড়ক বিভাগ আগামী এক মাসের জন্য তা বর্ধিত করে নেয়।সুতারাং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোল আদায় চলবে।

