বিটি ডেস্ক: অাজ শনিবার দুপুর ১২.৩০টার দিকে দক্ষিণ সাধনপুর বরঘোনা সড়ক নতুন পাড়ার গভীর জঙ্গলে বন্য হাতির আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মহিলার নাম মিনুয়ারা বেগম (৪৫)।
হাতির আক্রমণে মহিলাটির শরীর পুরোপুরি বিকৃত হয়ে গেছে।
উল্লেখ্য, বাঁশখালীতে বেশ কিছুদিন ধরে বন্যহাতি বারবার আক্রমণ করে যাচ্ছে। এ থেকে উত্তরনেরও যেন উপায় নেই।