সুবিধাবঞ্চিত শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা সংগঠন নগরফুল এর উদ্যোগে “সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল” সিজন-৪ শীর্ষক ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান ৮জুন শুক্রবার বেলা ২.৩০মিনিটে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় অনুষ্টিত হয়। নগরফুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বায়েজিদ সুমনের সভাপতিত্বে এবং নগরফুল মালী নিশাত রাজের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবিদা আজাদ, লায়ন্স সাবেক জেলা গর্ভণর লায়ন মোস্তাক হোসাইন, এডভোকেট জিনাত সোহানী, কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধুরী এনেল, নগর ও নাগরিক সভাপতি লায়ন এম আইয়ুব, সাংবাদিক বিপ্লব পার্থ, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, নোমান উল্লাহ বাহার, মীর আবদুর রহমান মামুন, লায়ন শায়লা আবেদীন, নজরুল ইসলাম, শামসুজ্জোহা আজাদ পলাশ, শরিফুল ইসলাম, হিমাদ্রী ওসমান, মোঃ নাজিম উদ্দিন। নগরফুলের পক্ষে বক্তব্য রাখেন সহসভাপতি জাহিদ তানছির, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জাহিদুল ইসলাম, আরাফাত নীল, মৃদুল দাশ, রিয়াজ উদ্দিন ইতু, রাশেদ নিশান, জয় সাহা, ত্রিদীপ বড়ুয়া প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, কোন শিশুই সুবিধা বঞ্চিত শিশু হিসেবে জন্ম নেয় না। পরিবেশ পরিস্থিতি শিশুদেরকে পথশিশু, সুবিধা বঞ্চিত বা তৃণমূল পর্যায়ভুক্ত করে। পৃথিবীতে অনেক মহাপুরুষ আছেন যাদের জন্ম হয়েছে একজন সুবিধা বঞ্চিত শিশু হিসেবে। কিন্তু সঠিক পরিচর্যা, পৃৃষ্ঠপোষকতা পেয়ে জীবনে তারা স্মরণীয়, বরণীয় হয়ে উঠেছেন। তাই বলছি সুবিধা বঞ্চিত পথশিশু বা তৃণমূল শিশুদের ভার আমরা সমাজ প্রতিনিধিদেরকে নিতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের ভার সম্মিলিত ভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যত বির্ণিমাণে দায়িত্ব নিতে হবে সমাজের সচেতন মানুষের। সভাপতির বক্তব্যে বায়েজিদ সুমন বলেন, সুবিধাবঞ্চিত বা পথশিশুদের জন্য ঈদ আনন্দ ভয়ে আনে না। কেননা ঈদে নতুন জামা কিনার সার্মথ্য তাদের পরিবারের থাকে না। তাই তাদের কথা মাথায় রেখে সমাজের সকলের সহযোগীতায় আমরা পথশিশুদের ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি। প্রতিবারের ন্যায় এইবার প্রায় ৮০০ শিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেওয়া হবে। আর তাই সকলের সহযোগীতা কামনা করছি। অনুষ্ঠানে নগরফুলের সকল মালীদের অংশগ্রহণে সিআরবি শাখার প্রায় ১৫০ শিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। পরবর্তিতে চট্টগ্রাম নগরীর প্রায় ৬ টি পয়েন্টে ঈদবস্ত্র বিতরণ করা হবে। পরবর্তী ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী ৯ জুন শনিবার বিকাল ৩টায় ষোলশহর ষ্টেশন ।
প্রেস বিজ্ঞপ্তি