‘সৃজন’ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

blank

প্রেস বিজ্ঞপ্তি। সৃজন’ মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে অাজ। সকালে ‘সৃজন’ মেধাবৃত্তি প্রকল্পের ফেইসবুক অাইডি ‘সৃজন মেধাবৃত্তি পরীক্ষা’য় এই ফলাফল প্রকাশ করেছে।

 

blankblank

উল্লেখ্য- ২১ ডিসেম্বর ২০১৯ গ্রাসরুটস্ স্কুল বৈলছড়ী এবং কালীপুর শাখায় দুই শিফট এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে দুটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।

বিঃদ্রঃ- আগামী ৬ই মার্চ ২০২০ইং,রোজ জুমাবার, বিকাল ২ঘটিকায় গ্রাসরুটস্ স্কুল বৈলছড়ী শাখায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *