সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় তার জন্ম। প্রিয় লেখককে আমরা হারিয়েছি গত বছর। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

৭৯তম জন্মদিনে তিনি ‘সবুজ রৌদ্রের এই পিপাসাই’ শিরোনামের কবিতায় লিখেছিলেন- ‘সামান্যের জন্মদিন/তেরোশত নদীর এ দেশে সে তো নবান্নেরই দিন।’

আসলে তিনি সামান্য ছিলেন না, তিনি অসামান্য ছিলেন। আর কাজের মধ্য দিয়ে তিনি তার অসামান্যতা আমাদের দেখিয়ে গেছেন।তিনি ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, ভাস্কর এবং আরো বহুবিচিত্র সাহিত্য-শিল্পধারার কীর্তিমান স্রষ্টা । আবার তিনি দেশের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে তিনি ভূমিকা রেখে গেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *