স্মার্ট রিচার্জ অ্যাপস চাঁদমামা’র সিএম লোড উদ্বোধন

শাহাব উদ্দিন তালুকদার: এক লক্ষ উদ্যোক্তার সংগঠন চাঁদমামা বিডি লিমিটেড এর গুরুত্বপূর্ণ প্রজেক্ট ‘সিএম লোড’ (রিচার্জ অ্যাপস) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামের সিপিডিএল ভবনে এই প্রজেক্টটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

সিএম লোডে কোন প্রকার রিচার্জ সিম ছাড়াই শুধুমাত্র একটি অ্যাপস এর মাধ্যমে রিচার্জ করা যাবে সব অপারেটরে। যার ফলে কোন দোকানদারকে আর রিচার্জের ক্ষেত্রে ঝামেলায় পড়তে হবে না।

চাঁদমামা বিডি লিমিটেড এর সোশ্যাল কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তারেক আজিজের সঞ্চালনায় আ্যাপসটির উদ্ধোধন করেন চাঁদমামা’র সি.ই.ও এবং স্বপ্নদ্রষ্টা আব্দুর রশিদ সোহাগ।

আব্দুর রশিদ সোহাগ তার বক্তব্যে বলেন; ” সিএম লোড অ্যাপসটির মাধ্যমে একজন দোকানদার কোন প্রকার ঝামেলা ছাড়াই যে কোন অপারেটরে রিচার্জ দিতে পারবে। দোকানদারকে সকল অপারেটর এর জন্য আলাদা আলাদা রিচার্জ সিম এবং সিম সচল রাখার জন্য আলাদা মোবাইল ও ব্যাবহার করতে হবে না। শুধুমাত্র সিএম লোড অ্যাপসটি ব্যবহৃত এন্ড্রয়েড ফোনে ইনস্টল করে রিচার্জ দিতে পারবে। রিচার্জের জন্য এটি হবে সবচেয়ে সহজ মাধ্যম, কেননা এই অ্যাপস ব্যবহার করলে দোকানদার সম্পূর্ণ ঝামেলা মুক্ত থাকতে পারবেন। অনেক দোকানদার সবগুলো অপারেটর থেকে সিম না পাওয়ার কারণে কাস্টমার সার্ভিস ভাল ভাবে দিতে পারেন না। এই অ্যাপস এর সমাধান নিয়ে আসতে পারবে।

চাঁদমামা বিডি লিমিটেড এর সিএফও সোহেল আরমান, সিএমও নিশি আক্তার, উপদেষ্টা আনিসুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় প্রধান মেহেদী হাসানসহ চট্টগ্রাম বিভাগের উদ্যোক্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *