হেফাজ উদ্দীনকে আহবায়ক ও দিদারুল আলমকে সদস্য সচিব করে বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বাঁশখালী উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২৮.১০.২০২১ইং চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে হেফাজ উদ্দীন চৌধুরীকে আহ্বায়ক ও দিদারুল আলমকে সদস্য সচিব করে কেন্দ্রীয় দপ্তরের নির্দেশক্রমে কমিটি অনুমোদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিটু এবং সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার।

অন্যান্যদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক: ১. পারভেজ মুজিব ২. মোহাম্মদ ফেরদোস আলম টিটু ৩. মো. আবুল কাশেম ৪. মোহাম্মদ হেলাল উদ্দিন ৫. মোহাম্মদ সেলিম উদ্দীন ৬. মোহাম্মদ জসীম উদ্দীন ৭. মোক্তার আহমদ ৮. মো. আব্দুস সবুর ৯. মো. সিরাজুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয়।

blank
অনুমোদিত কপি

নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্যসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রামের বিভাগীয় টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *