১০ দিন ধরে নিখোঁজ সাংবাদিক স্ত্রী মনিকা

গান শেখাতে বেরিয়ে এক সপ্তাহ ধরে রহস্যজনক নিখোঁজ রয়েছেন মনিকা বড়ুয়া রাধা নামে মধ্য বয়সী এক নারী। গত ১২ এপ্রিল দুপুর নগরীর লালখান বাজার হাই লেভেল রোড থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

এ ব্যাপারে পরদিন থানায় জিডি করা হলেও পুলিশও মনিকার কোন সন্ধান দিতে পারছে না। দুই কন্যা সন্তানের জননী মনিকা বড়ুয়া রাধা (৪৫) চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিকের স্ত্রী।

মনিকা নিখোঁজের পর থেকে সাংবাদিক পরিবারে করুণ আহাজারী চলছে। কিন্তু সাংবাদিক পরিবার থেকে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। তারা চান না। এনিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হোক। মনিকার স্বামী জানান, আপাততে নিউজ করার দরকার নেই, আরও কয়েকদিন দেখি।

এদিকে মনিকার নিখোঁজের ব্যাপারে জানতে চাইলে খুলশী থানার ওসি (তদন্ত) পাঠক ডট নিউজকে বলেন, স্ত্রী নিখেঁজের ব্যাপারে ওই সাংবাদিক পরদিন ১৩ এপ্রিল থানায় জিড়ি করেছেন। আমরা মনিকার খোঁজ পাওয়ার চেষ্টা করছি। টেকনোলজি এপ্লাই করে আমরা কাজ করছি। আশাকরি দু একদিনের মধ্যে আমরা উদ্ধার করতে পারবো। তখন বিস্তারিত জানাবো।

সূত্র: পাঠক নিউজ

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *