১৫ আগস্টের শহীদ স্মরণে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনিভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। গাছপালা ও বনভূমি ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণ অসম্ভব। যথেষ্ট পরিমাণে গাছপালা ও বনভূমি না থাকলে পরিবেশ হবে উষ্ণ, পৃথিবী হবে মরুভূমি- ধূলিকাময়। এতে পরিবেশ হবে বিপন্ন। মানুষ পতিত হবে বহুল বিপর্যয়ে। তাই আমাদের বছরে অন্তত একটি হলেও গাছ রোপণ করা একান্ত প্রয়োজন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর নির্দেশনা মোতাবেক ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক এ সব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ সাবেক সভাপতি সাহাবউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন মামুন, তানভীর সিকদার ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা দিদার হোসাইন।
আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগ ও বৈলছড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *