বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেন মেসিবাহিনী

ক্রীড়া ডেস্ক :আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন সোমবার। দল ঘোষণার পর মঙ্গলবার প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে মঙ্গলবার অনুশীলনে যোগ দিয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোও ছিলেন অনুশীলনে।

 

blank

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ২৯ মে বুয়েনস এইরেসে হাইতির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর মেসির ক্লাব বার্সেলোনায় অনুশীলন ক্যাম্প করবে আলবিসেলেস্তেরা।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে লড়বে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ যাত্রা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *