পুকুরিয়া দক্ষিণ পাড়া জনকল্যাণ সংগঠনের ঈদবস্ত্র বিতরণ

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালীঃ বাঁশখালী পুকুরিয়া দক্ষিণ পাড়া জনকল্যাণ সংঘটনের উদ্দ্যোগে গত বৃহস্পতিবার বিকালে সংঘটনের অস্হায়ী কার্যালয়ে পুকুরিয়া ৮নং ওয়ার্ডের গরীব অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন পুকুরিয়ার দক্ষিণ পাড়া জনকল্যাণ সংঘটনের সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী ও রাজনীতিবীদ আব্দুচ ছবুর। সংঘটনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-ফালাহ মসজিদের মোতওয়াল্লী মোঃ হাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-ফালাহ জামে মসজিদের সভাপতি মোঃ বেদার, আরিফুল ইসলাম বাদশা প্রমুখ।
সভায় সভাপতি আব্দুচ ছবুর বলেন, আমি সব সময় এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে চাই এবং এলাকার জনগণের স্বার্থে যে কোন সুযোগ সুবিধা ও বিপদে-আপদে সব সময় পাশে থাকার চেষ্টা করি এবং করব। আমাদের এলাকায় মাদক বিরোধী অভিযানে কোন অপরাধী লোক থাকলে তাদেরকে আইনের আওতায় ধরিয়ে দেওয়ার জন্য এলাকার সহযোগিতা কামনা করি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *