অরাজনৈতিক সামাজিক সংগঠন বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল ১৭ জুন রবিবার চেচুরিয়া কুলীন পাড়াস্থ ফোরামের নিজস্ব কার্যালয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বৈলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মুহাম্মদ কফিল উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের সার্বিক উন্নয়নের জন্য সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। এলাকার কল্যাণে বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের অবদান প্রশংসনীয়। এ সংগঠনের সকল সমাজসেবামূলক কার্যক্রমের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। এ ফোরামের সাথে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি ফোরাম অফিসের জন্য একটি সৌরবিদ্যুৎ প্লান্ট বরাদ্দের ঘোষণা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ সরফরাজ চৌধুরী। তিনি তার বক্তব্যে ফোরামের গঠনমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন তরুণ সংগঠক ও বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি মুহাম্মদ নকি উদ্দিন। তিনি বলেন, এ ফোরাম সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক একটি সংগঠন। তিনি ফোরামের সকল মহৎ কর্মসূচি বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তরুণ কবি ও লেখক মুহাম্মদ আরকানুল ইসলাম, তরুণ লেখক ও সংগঠক আবু ওবাইদা আরাফাত ও কুলীন সংসদের উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি মুহাম্মদ মহসিন। আরো বক্তব্য রাখেন ফোরামের প্রকল্প ও পরিকল্পনা সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ খিজির উদ্দীন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফোরাম সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঈদ আপ্যায়নের মাধ্যমে অত্র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রেস বিজ্ঞপ্তি